Wellcome to National Portal

হর্টিকালচার সেন্টার, পূর্বশুল্লুকিয়া, সদর, নোয়াখালীতে সরকারের নির্ধারিত সূলভমূল্যে ফল, সবজি, ফুল, সুদৃশ্য, ঔষধী ও মসলার দেশি-বিদেশি চারা/কলম পাওয়া যাচ্ছে। যোগাযোগ করুন। ০১৮১৫৩৬২৭৫৪(মোঃ আবদুর রহমান এসএএইচও)

মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

চারা কলমের মজুদ পরিস্থিতি ও মূল্য সম্পর্কে জানতে ভিজিট করুন horticulturewingbd.com


কী ভাবে সেবা পাবেন


হটিকালচার সেন্টারের সেবা সমূহ

১। ফল, ফুল, মসলা, ঔষধী ও সবজির মানসম্মত চারা/ কলম উৎপাদন ও সরকার নির্ধারিত সুলভ মূল্যে বিতরণ।

২। বিভিন্ন পেশাজীবীদের কে উদ্যানতাত্ত্বিক পরামর্শ ও প্রশিক্ষণ প্রদান।

৩। প্রদর্শনীর মাধ্যমে উদ্যান ফসলের উন্নত জাত সমূহ স্থানীয় পর্যায় সম্প্রসারন করা।

৪। নার্সারীম্যান ও স্টকহোল্ডার গনের দক্ষতা উন্নয়নে কারিগরী প্রশিক্ষণ সহায়তা প্রদান।

৫। ডিএই ও অন্যান্য প্রতিষ্ঠানের কর্মকর্তা - কর্মচারীগনের উদ্যান বিষয়ে প্রশিক্ষন প্রদান।

৬. মহিলা ও মহিলা উদ্যোক্তাদের কে প্রশিক্ষণ প্রদান।

৭. আগ্রহী ব্যাক্তি বা প্রতিষ্ঠান কে কৃষি বিষয়ক বিভাগীয় ও সদর দপ্তরে অনুষ্ঠিত প্রশিক্ষণে প্রেরণ।

 * * সার্বিক সহযোগিতা পেতে আমাদের ওয়েবসাইটে,পেইজবুক পেইজ,ইমেল বা সরাসরি যোগাযোগ করতে পারেন

নার্সারি তত্ত্বাবধায়ক এর কার্যালয়

হর্টিকালচার সেন্টার

পূর্ব শুল্লুকিয়া,সদর নোয়াখালী

মোবাঃ 01701230298 বা 01815362754